০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ১১২ বার পড়া হয়েছে।

একসময় শীতকাল এলেই গ্রামবাংলার পথে-প্রান্তরে মাইকে যাত্রাপালার ঘোষণার কথা শোনা যেত। ঢোলের শব্দে মুখরিত হতো লোকালয়, মঞ্চে জীবন্ত হয়ে উঠত পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনি, মাটির গল্প। কিন্তু সময়ের চাকা ঘুরতে ঘুরতে আজ সেই দৃশ্য বিলুপ্তির পথে।

আবহমান বাংলার লোকসংস্কৃতির এই প্রাণবন্ত রূপটি হারিয়ে যাওয়ার আক্ষেপ নিয়ে ভিডিও পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে এই অভিনেত্রী দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে তার গভীর অনুভূতির কথা তুলে ধরেছেন। তার প্রশ্ন, ‘কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?’

চমক তার পোস্টে লেখেন, ‘যে মঞ্চে একসময় গমগম করতো ঢোলের শব্দ, আমাদের মাটির গল্প, আমাদের পূর্বপুরুষের হাসি-কান্না, আমাদের শেকড়। সব একে একে হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের আড়ালে।’

অভিনেত্রীর মতে, যাত্রাপালা কেবল বিনোদন নয়, এটি বাঙালির লোকসংস্কৃতি ও লোকবিশ্বাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি বলেন, ‘এই যাত্রাপালা শুধু নাটক না, এটা ছিল বাঙালির লোকসংস্কৃতি, লোকবিশ্বাস, লোকআত্মা। যেখানে অভিনেতা আর দর্শকের মাঝে কোনো পর্দা ছিল না ছিল শুধু মাটির গন্ধ আর প্রাণের সংযোগ।’

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন