জুলাই বিপ্লব দেশ গঠনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে: এনামুল হক চৌধুরী।

- আপডেট সময়ঃ ০৮:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৭৭ বার পড়া হয়েছে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেট-এর উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার নগরীর পূর্ব জিন্দাবাজারে হোটের ল্যাক্সারিতে অনুষ্ঠিত হয়।
পরিষদের সিলেট শাখা আহ্বায়ক ডা. মো: শামীমুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ড. এনামুল হক চৌধুরী বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ গঠনে নতুন যে সম্ভবনার সৃষ্টি হয়েছে তা আমাদের কাজে লাগিয়ে আগামী প্রজন্মের বাসযোগ্য বাংলাদেশ গড়তে হবে। আমরা যেন কোনোভাবে এই সুযোগ হাতছাড়া না করি। তিনি পেশাজীবীদের নিজের অবস্থান থেকে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: নিজাম উদ্দিন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জিয়াউর রহমান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জজকোর্টের পিপি এডভোকেট মো: আশিক উদ্দিন, শাবির প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক, শিক্ষক নেতা অধ্যাপক ফরিদ আহমদ, প্রফেসর ড. এমদাদুল হক, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান খালেদ আহমদ।
এছড়া এতে অংশ নেন,দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রফেসর ড. মাহবুব ইকবাল, প্রফেসর ড. কাওসার হোসেন, প্রফেসর ড. নাজমুল হক, প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, প্রফেসর ড. খালিদুর রহমান, প্রফেসর ড. সাইফুল ইসলাম, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরপদার, ডা. জাহিদুল ইসলাম সুমন, ডা. আহমেদ নাফি, ডা. জামিল আহমেদ, কৃষিবিদ মো. আলামিন, শাহরিয়ার উজ্জামান পলাশ, এপিপি আব্দুল মনিম পারভেজ, প্রভাষক ফারুক আহমদ, ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, মাহমুদুল আলম মারুফ, সিনিয়র সাংবাদিক শাব্বির আহমদ, শফি আহমদ শফি, নাবিল চৌধুরী প্রমুখ।
আয়োজন কমিটির সদস্য সচিব লেফট্যানেন্ট মো: মনিরুল ইসলাম ও এডিশনাল পিপি আল আসলাম মুমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এতে অংশ নেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।