০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
সংবাদ শিরোনামঃ
বিয়ানীবাজার পৌরশহরের সড়কে প্রান গেলো কলেজ ছাত্রীর

স্টাফ রিপোর্টার
- আপডেট সময়ঃ ০৬:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজার পৌরশহরে মোটরসাইকেল ও সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের মাঝে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বিকালে দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্রীর নাম সুহেনা আক্তার (২২)। সে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার আলীপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। সুহেনা বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
জানা যায়, স্ট্যান্ডে দাঁড়ানো ছাত্রী মোটরসাইকেলের ধাক্কায় কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী ঘটনার কথা জানান।
ট্যাগসঃ