০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

মাস্টার্সের মৌখিক পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের এক মাসের মধ্যে ফেরৎ পেল বিয়ানীবাজার সরকারি কলেজ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৫:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে।

স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের মৌখিক পরীক্ষার তিন বিষয়ের কেন্দ্র থেকে বিয়ানীবাজার সরকারি কলেজের বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়। চলতি বছরের মৌখিক পরীক্ষার কেন্দ্র বিয়ানীবাজার থেকে বাতিল করে সিলেট মদন মোহন কলেজে স্থানান্তর করায় বিপাকে পড়েন মাস্টার্স এর চূড়ান্ত পর্বের ৩৯ শিক্ষার্থী। বিয়ানীবাজারে থেকে গিয়ে সিলেটে নির্ধারীত সময়ে পরীক্ষায় অংশ নেয়ার ঝক্কি ও আর্থিক সঙ্গতির বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ভাবাচ্ছে।

বিয়ানীবাজার সরকারি কলেজ সূত্রে জানা যায়, চলতি বছরে মাস্টার্স এর বাংলা, ব্যবস্থাপনা ও অর্থনীতি বিষয়ের মৌখিক পরীক্ষা সিলেট মদন মোহন কলেজে গ্রহণ করার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর ফলে এ তিন বিষয়ের ৩৯ পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষা সিলেট গিয়ে দিতে হবে। এসব পরীক্ষার্থীদের মধ্যে বাংলায় ১২, ব্যবস্থাপনায় ১১ জন এবং অর্থনীতিতে ১৬ শিক্ষার্থী ছিল। বিয়ানীবাজার সরকারি কলেজে কেন্দ্র পুনঃস্থাপিত হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি দূর হয়েছে জানিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি দ্রুততার সাথে পদক্ষেপ নেয়া এর সুফল পাবে শিক্ষার্থীরা।

এ তিনটি বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা নির্ধারীত সংখ্যার কম হওয়ায় কেন্দ্র স্থানান্তরের বিষয়টি জানার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে যোগাযোগ বিয়ানীবাজার সরকারি কলেজে এ তিন বিষয়ের মৌখিক পরীক্ষার কেন্দ্র বহাল রাখার অনুরোধ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য ও ঢাকা উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। তাঁর এমন উদ্যোগ নেয়ার মৌখিক পরীক্ষা নিয়ে চিন্তায় থাকা শিক্ষার্থী, অভিভাবকরা দুঃচিন্তা মুক্ত হয়েছে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীলরা বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের উন্নয়ন ও প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছেন গণমানুষের এ নেতা।

বিয়ানীবাজার সরকারি কলেজে প্রায় ১২ হাজার শিক্ষার্থীর অধ্যায়ন করেন। এসব শিক্ষার্থীর উচ্চ শিক্ষা নিশ্তি করতে ২০১১ সালে কলেজকে মাস্টার্স, অনার্স, বিএসসিতে উন্নীত করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মাস্টার্সের মৌখিক পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের এক মাসের মধ্যে ফেরৎ পেল বিয়ানীবাজার সরকারি কলেজ

আপডেট সময়ঃ ০৫:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের মৌখিক পরীক্ষার তিন বিষয়ের কেন্দ্র থেকে বিয়ানীবাজার সরকারি কলেজের বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়। চলতি বছরের মৌখিক পরীক্ষার কেন্দ্র বিয়ানীবাজার থেকে বাতিল করে সিলেট মদন মোহন কলেজে স্থানান্তর করায় বিপাকে পড়েন মাস্টার্স এর চূড়ান্ত পর্বের ৩৯ শিক্ষার্থী। বিয়ানীবাজারে থেকে গিয়ে সিলেটে নির্ধারীত সময়ে পরীক্ষায় অংশ নেয়ার ঝক্কি ও আর্থিক সঙ্গতির বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ভাবাচ্ছে।

বিয়ানীবাজার সরকারি কলেজ সূত্রে জানা যায়, চলতি বছরে মাস্টার্স এর বাংলা, ব্যবস্থাপনা ও অর্থনীতি বিষয়ের মৌখিক পরীক্ষা সিলেট মদন মোহন কলেজে গ্রহণ করার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর ফলে এ তিন বিষয়ের ৩৯ পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষা সিলেট গিয়ে দিতে হবে। এসব পরীক্ষার্থীদের মধ্যে বাংলায় ১২, ব্যবস্থাপনায় ১১ জন এবং অর্থনীতিতে ১৬ শিক্ষার্থী ছিল। বিয়ানীবাজার সরকারি কলেজে কেন্দ্র পুনঃস্থাপিত হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি দূর হয়েছে জানিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি দ্রুততার সাথে পদক্ষেপ নেয়া এর সুফল পাবে শিক্ষার্থীরা।

এ তিনটি বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা নির্ধারীত সংখ্যার কম হওয়ায় কেন্দ্র স্থানান্তরের বিষয়টি জানার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে যোগাযোগ বিয়ানীবাজার সরকারি কলেজে এ তিন বিষয়ের মৌখিক পরীক্ষার কেন্দ্র বহাল রাখার অনুরোধ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য ও ঢাকা উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। তাঁর এমন উদ্যোগ নেয়ার মৌখিক পরীক্ষা নিয়ে চিন্তায় থাকা শিক্ষার্থী, অভিভাবকরা দুঃচিন্তা মুক্ত হয়েছে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীলরা বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের উন্নয়ন ও প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছেন গণমানুষের এ নেতা।

বিয়ানীবাজার সরকারি কলেজে প্রায় ১২ হাজার শিক্ষার্থীর অধ্যায়ন করেন। এসব শিক্ষার্থীর উচ্চ শিক্ষা নিশ্তি করতে ২০১১ সালে কলেজকে মাস্টার্স, অনার্স, বিএসসিতে উন্নীত করা হয়।

নিউজটি শেয়ার করুন