সিলেটে কেএফসি, বাটা, ইউনিমার্টে হামলা ও ভাঙচুর

- আপডেট সময়ঃ ০৬:০২:০১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৮০ বার পড়া হয়েছে।

ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরীতে কেএফসি, বাটার শোরুম এবং সুপারস্টোর ইউনিমার্টের আউটলেটে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান বাংলার মাঠিতে ঠাঁই হবে না। কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এটি মেনে নেয়া যায় না।
এরআগে, নগরীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিরবক্সটুলা সড়কের পাশে অবস্থিত কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। শহীদ মিনারে মিছিল নিয়ে আসার পথে রয়েলমার্ক ভবনের দ্বিতীয়তলায় রেস্টুরেন্টের সামনে পিকআপ ভ্যানে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করে ও পিকআপটি ভাঙচুর করে। এছাড়া কেএফসির বাইরে গ্লাসে ঢিল ছুড়ে তা ভেঙে ফেলা হয়। এঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এছাড়া দরগা গেইট এলাকায় বাটা জুতার বড় শোরুমে হামলা এবং দর্শন দেউড়ি এলাকায় সুপারস্টোর ইউনিমার্টের আউটলেটে হামলা করা হয়। তবে ইউনিমার্টের সামনে সেনাবাহিনী মোতায়েন থাকায় ভিতরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর করতে পারেনি।
কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।