অপপ্রচারকারী জাকির হোসেনকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে মানববন্ধন

- আপডেট সময়ঃ ০৪:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে।

বিদেশে বসে দেশের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার ও দেশের ভাবমূর্তি ক্ষুন্নকারী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবী জানিয়েছে সিলেটের বিয়ানীবাজার পৌর বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ জুলাই) সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ ভিএফএস গ্লোবাল ভিসা এপ্লিকেশন সেন্টারের সামনে বিয়ানীবাজার পৌর বিএনপির ব্যনারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবী জানানো হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বর্তমানে তাদের কর্মীরাও অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিয়ানীবাজার পৌর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী এসব অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে।
নেতৃবৃন্দ বলেন বিয়ানীবাজার পৌরসভার খাসাড়ীপাড়া গ্রামের মস্তফা উদ্দীনের ছেলে জকির হোসেন আপনার নাড়িভুড়ি আমাদের চেনা আছে। বিদেশে বসে অপপ্রচার চালিয়ে যাচ্ছো, একবার দেশে এসে দেখো জাতীয়তাবাদী দলের কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি কথার জবাব নেবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিটন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল নেতা মাহবুবুল আলম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আফনান আবেদি, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সদস্য তাহিদ আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন রিফাত, এবিএস সাঈদ আহমদ, ইশতিয়াক আহমদ, সাইদ আহমদ, সালমান আহমদ, আবু তাহের, সুজন আহমদ, আমিনুল হক মনি, হৃদয় আহমদ, অমিত আহমদ, এমরান হোসেন, জাবেদ আহমদ, আব্দুস সামাদ প্রমুখ।