কোন তদবীর আর কাজে লাগেনি বিয়ানীবাজারের সহকারি কমিশনার (ভূমি-এ্যাসিল্যান্ড) কাজী শারমিন নেওয়াজের।
গত রবিবার চুপিসারে তিনি অন্যত্র বদলী হয়ে চলে গেছেন।তাঁর নতুন কর্মস্থল হবিগঞ্জের লাখাই।
বিয়ানীবাজারের কর্মস্থলে তিনি নানা বিতর্কিত কাজের জন্য ব্যাপক সমালোচিত হন।তার বদলীর খবরে উপজেলা জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
জানা যায়, সহকারি কমিশনার (ভূমি-এসিল্যান্ড) হিসেবে যোগদানের পর কাজী শারমিন নেওয়াজ নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার এবং সেবা গ্রহীতার সাথে অসদাচরণ ও হয়রানির অভিযোগসহ বিস্তর অভিযোগ ভূক্তভোগী মানুষের মুখে মুখে।
এছাড়াও জমির আকার পরিবর্তন করে খাজনার রসিদ কেটে দেয়া, সরকারি জমি বন্দোবস্তের ক্ষেত্রে উৎকোচ আদায়, গোপনে বিরোধপূর্ণ জমির নামজারি করা, অবৈধ মাটিকাটা বন্ধে দূর্নীতির আশ্রয় নেয়াসহ নানা বিষয়ে সমালোচিত হন তিনি।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225