১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

অবিলম্বে ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে।

গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবার। শনিবার (৩০ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে ‘আমরা গুম পরিবারের’ ডাকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক নেতারাও বক্তব্য রাখেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও গুম হওয়া ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ এবং গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের ভাই ইশতিয়াক আহমদ। সঞ্চালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।

বক্তারা বলেন, আমরা আশা করছিলাম এরই মধ্যে ইলিয়াস আলী, দিনার, জুনেদ ও আনসার আলীকে ফিরে পাব। কিন্তু আমরা হতাশ হয়েছি। আমরা আশা করব, আমাদের গুম থাকা স্বজনদের বিষয়ে সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন, জাতিকে আশ্বস্ত করবেন।

বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে আমাদের গুম হওয়া নেতৃবৃন্দের অবস্থান পরিষ্কার করুন, আমাদের মাঝে ফিরিয়ে দেন।

বক্তারা অভিযোগ করেন, আমরা বলতে চাই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় যে গুমের রাজনীতি চালু হয়েছিল, তার জন্য দায়ী বাহিনী এবং ব্যক্তিদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। আজ পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদে গাফিলতি প্রমাণ করে, রাষ্ট্রীয়ভাবে গুমকে আড়াল করার চেষ্টা চলছে। আমরা আর কাগজে-কলমে তদন্ত চাই না, আমরা চাই বাস্তব পদক্ষেপ। গুম হওয়া প্রতিটি মানুষকে আমাদের কাছে জীবিত বা মৃত ফিরিয়ে দিতে হবে। এই অমানবিকতার অবসান ঘটাতে হবে।

মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও সামাজিক সংস্থার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন