অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ

- আপডেট সময়ঃ ০৫:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১০৩ বার পড়া হয়েছে।

গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ‘শ্রমিক প্রতিরোধ দিবস’ উপলক্ষে রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টায় তেররতন বাজারে অনুষ্ঠিত হয়।
রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি, সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু জাফর, সংগ্রাম পরিষদ মহানগর শাখার সহ-সভাপতি রফিক শেখ, আব্দুল মজিদ, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম,অনিল দেবনাথ,রণি আহমদ, আব্দুল মোমেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা উচ্চারিত হলেও বিগত এক বছরে বৈষম্য বিলোপের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বক্তারা বলেন,২৪ এর গণ অভ্যুত্থানে রিকশা শ্রমিকেরা প্রায় ৪৬ জন জীবন দিয়েছে, ব্যাটারি রিকশা বা ইজিবাইক জুলাই আন্দোলনে হতাহতদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য এম্বুলেন্স সার্ভিস হিসাবে কাজ করেছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে দাবি না মেনে উচ্ছেদের মতো অমানবিক ও গণবিরোধী সিদ্ধান্ত তাদের জীবিকাকে হুমকিতে ফেলা চরম বৈষম্যেমূলক আচরণ।
বক্তারা বলেন, সারাদেশে সারাদেশে সাধারণ মানুষের প্রধান বাহন ব্যাটারি চালিত যানবাহন, এটাই বাস্তবতা। ফলে ব্যাটারি চালিত যানবাহন আটক-ডাম্পিং-উচ্ছেদ নয়, ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা এবং একই সাথে ‘বৈদ্যুতিক থ্রি হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ এ ইজিবাইক, ব্যাটারি রিকশা অন্তর্ভূক্ত করা এবং বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, নিবন্ধন, রুট পারমিট প্রদানের আহ্বান জানান।