০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

অভিজ্ঞ গোলরক্ষক আলিসনকে হারিয়ে বড় ধাক্কা লাগল ব্রাজিল শিবিরে।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৮:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ৯৮ বার পড়া হয়েছে।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কাই লাগল ব্রাজিল শিবিরে।কলম্বিয়ার বিপক্ষে গতকালের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকার। এই আঘাতের কারণে ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন লিভারপুল গোলকিপার। এর অর্থ হলো, আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল। তাঁর জায়গায় দেখা যেতে পারে পালমেইরাসের গোলকিপার ওয়েভেরতনকে।ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে মোট চারটি পরিবর্তন এনেছেন স্কোয়াডে। একটি হচ্ছে আলিসনের জায়গায় ওয়েভেরতন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং মিডফিল্ডার ব্রুনো গিমারেস। দুজনই এক ম্যাচের জন্য নিষিদ্ধ। তাঁদের জায়গায় পিএসজি ডিফেন্ডার বেরালদো ও উলভারহ্যাম্পটন থেকে মিডফিল্ডার হোয়াও গোমেজকে স্কোয়াডে ডেকেছেন দরিভাল। এর বাইরে কলম্বিয়া ম্যাচে বাঁ ঊরুতে চোট পাওয়া মিডফিল্ডার গারসনও ছিটকে পড়েছেন স্কোয়াড থেকে। তাঁর জায়গায় আতালান্তার ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসনকে ডেকেছেন দরিভাল।তবে আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট নিয়েই দুশ্চিন্তা বেশি থাকবে। কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সর্বশেষ চার ম্যাচেই গোলপোস্ট আগলেছেন ম্যানচেস্টার সিটি গোলকিপার এদেরসন। কিন্তু চোট পেয়ে তিনিও ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে পড়ার পর কলম্বিয়া ম্যাচে পোস্টের নিচে দাঁড়ানোর সুযোগ পেয়ে যান আলিসন। কলম্বিয়া ডিফেন্ডার দাভিদসন সানচেজের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পাওয়ার পর ৭৮ মিনিটে তাঁকে তুলে নেন দরিভাল। আল নাসর গোলকিপার বেন্তোকে মাঠে নামান ব্রাজিল কোচ।ব্রাজিল স্কোয়াডে এখন গোলকিপার তিনজন। পালমেইরাসের ওয়েভেরতনের কথা তো আগেই বলা হয়েছে। পাশাপাশি আল নাসরের বেন্তো ও লিঁওর লুকাস পেরি আছেন। তবে আর্জেন্টিনা ম্যাচে অভিজ্ঞতার বিচারে ওয়েভেরতনেরই ব্রাজিলের পোস্টে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। ২০১৬ সালে ব্রাজিল দলে অভিষেকের পর এ পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ওয়েভেরতন। আর বেন্তো গত বছর ব্রাজিলের হয়ে অভিষেকের পর এ পর্যন্ত খেলেছেন দুটি ম্যাচ। অনূর্ধ্ব–২০ ও অনূর্ধ্ব–২৩ দলে খেলা লুকাস এখনো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি।

ব্রাজিল দলে ২০১৫ সালে অভিষেক আলিসনের। এদেরসনের ২০১৭ সালে। তারপর থেকে ব্রাজিলের পোস্টের নিচে এ দুজনই কোচদের বেশি পছন্দের। সেজন্য ৯ বছর আগে অভিষেকের পরও ওয়েভেরতনের নামের পাশে জাতীয় দলের হয়ে মাত্র ১০ ম্যাচ। পেনাল্টি ঠেকানোয় বিশেষ খ্যাতি আছে তাঁর। ২০২৩ সালে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের একাদশের হয়ে সর্বশেষ খেলেছেন ওয়েভেরতন।গতকাল লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর আলিসন এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে ফিরছেন। ক্লাবের মেডিকেল স্টাফরা তাঁর আরও পরীক্ষা–নিরীক্ষা করবেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অভিজ্ঞ গোলরক্ষক আলিসনকে হারিয়ে বড় ধাক্কা লাগল ব্রাজিল শিবিরে।

আপডেট সময়ঃ ০৮:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কাই লাগল ব্রাজিল শিবিরে।কলম্বিয়ার বিপক্ষে গতকালের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকার। এই আঘাতের কারণে ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন লিভারপুল গোলকিপার। এর অর্থ হলো, আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল। তাঁর জায়গায় দেখা যেতে পারে পালমেইরাসের গোলকিপার ওয়েভেরতনকে।ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে মোট চারটি পরিবর্তন এনেছেন স্কোয়াডে। একটি হচ্ছে আলিসনের জায়গায় ওয়েভেরতন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং মিডফিল্ডার ব্রুনো গিমারেস। দুজনই এক ম্যাচের জন্য নিষিদ্ধ। তাঁদের জায়গায় পিএসজি ডিফেন্ডার বেরালদো ও উলভারহ্যাম্পটন থেকে মিডফিল্ডার হোয়াও গোমেজকে স্কোয়াডে ডেকেছেন দরিভাল। এর বাইরে কলম্বিয়া ম্যাচে বাঁ ঊরুতে চোট পাওয়া মিডফিল্ডার গারসনও ছিটকে পড়েছেন স্কোয়াড থেকে। তাঁর জায়গায় আতালান্তার ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসনকে ডেকেছেন দরিভাল।তবে আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট নিয়েই দুশ্চিন্তা বেশি থাকবে। কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সর্বশেষ চার ম্যাচেই গোলপোস্ট আগলেছেন ম্যানচেস্টার সিটি গোলকিপার এদেরসন। কিন্তু চোট পেয়ে তিনিও ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে পড়ার পর কলম্বিয়া ম্যাচে পোস্টের নিচে দাঁড়ানোর সুযোগ পেয়ে যান আলিসন। কলম্বিয়া ডিফেন্ডার দাভিদসন সানচেজের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পাওয়ার পর ৭৮ মিনিটে তাঁকে তুলে নেন দরিভাল। আল নাসর গোলকিপার বেন্তোকে মাঠে নামান ব্রাজিল কোচ।ব্রাজিল স্কোয়াডে এখন গোলকিপার তিনজন। পালমেইরাসের ওয়েভেরতনের কথা তো আগেই বলা হয়েছে। পাশাপাশি আল নাসরের বেন্তো ও লিঁওর লুকাস পেরি আছেন। তবে আর্জেন্টিনা ম্যাচে অভিজ্ঞতার বিচারে ওয়েভেরতনেরই ব্রাজিলের পোস্টে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। ২০১৬ সালে ব্রাজিল দলে অভিষেকের পর এ পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ওয়েভেরতন। আর বেন্তো গত বছর ব্রাজিলের হয়ে অভিষেকের পর এ পর্যন্ত খেলেছেন দুটি ম্যাচ। অনূর্ধ্ব–২০ ও অনূর্ধ্ব–২৩ দলে খেলা লুকাস এখনো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি।

ব্রাজিল দলে ২০১৫ সালে অভিষেক আলিসনের। এদেরসনের ২০১৭ সালে। তারপর থেকে ব্রাজিলের পোস্টের নিচে এ দুজনই কোচদের বেশি পছন্দের। সেজন্য ৯ বছর আগে অভিষেকের পরও ওয়েভেরতনের নামের পাশে জাতীয় দলের হয়ে মাত্র ১০ ম্যাচ। পেনাল্টি ঠেকানোয় বিশেষ খ্যাতি আছে তাঁর। ২০২৩ সালে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের একাদশের হয়ে সর্বশেষ খেলেছেন ওয়েভেরতন।গতকাল লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর আলিসন এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে ফিরছেন। ক্লাবের মেডিকেল স্টাফরা তাঁর আরও পরীক্ষা–নিরীক্ষা করবেন।

নিউজটি শেয়ার করুন