ওপার বাংলার বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। তিনি কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন, সম্প্রতি ডায়ালাইসিসের পর বাড়ি ফেরেন। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করাতে হয়। এই কঠিন সময়ে পরিচালকের পাশে রয়েছেন মেয়ে একতা ভট্টাচার্য।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয় প্রভাতের।
আগের তুলনায় শারীরিক পরিস্থিতি খানিক ভালো হলেও এখনও কিন্তু পুরোপুরি শঙ্কামুক্ত নন এ পরিচালক। তাই হাসপাতালে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে।ডাক্তার জানিয়েছে, পামক্যাথে সংক্রমণ ঘটেছে, আপাতত সেটাই সারিয়ে তোলা মূল লক্ষ্য তাদের। অস্ত্রোপচারের পর অবজারভেশনে রয়েছেন পরিচালক। আপাতত কিছুটা ভালো থাকলেও, এখনও শঙ্কামুক্ত নন। পরিচালক প্রভাত রায় মানেই ‘প্রতিদান’, ‘শ্বেত পাথরের থালা’, ‘লাঠি’, ‘পিতৃভূমি’, ‘শুভদৃষ্টি’, ‘যোদ্ধা’, ‘সেদিন চৈত্রমাস’-এর মতো সিনেমা। বাংলার একাধিক তারকাকে সিনেমায় ব্রেক দিয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কার। এখন বয়সের ভার অনেকটাই। বছর খানেক আগে স্ত্রীকে হারিয়েছেন।জীবনের এই সময়ে এসে মেয়ে একতার হাত ধরে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। চালু করেছেন প্রযোজনা সংস্থা। যেখানে বর্ষীয়ান পরিচালক ছবির বিষয় ভাবনা, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT