অহনার সেই প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম।

- আপডেট সময়ঃ ০২:১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে।

দিন কয়েক আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেত্রী অহনা। তিনি বলেছিলেন, ‘আমার প্রাক্তন একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’।অহনার সে সাক্ষাৎকার তুমুল ভাইরাল হয়। যা শুনে নেটিজেনদের অনেকে সন্দেহ পোষণ করেন অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে। তাদের ধারণা ছিল, অহনা নিশ্চয় শামীমকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন।ওই ভিডিওর মন্তব্যের ঘরে অনেকে শামীমের নামও লেখনে। যা নজরে আসেন অভিনেতার। ওই ভিডিওর মন্তব্যের ঘরেই বিষয়টি নিয়ে সরব হন তিনি। শামীম জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন তাকে চেনেন বলেও জানান।শামীম লেখেন, ‘সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলব না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার।’এবার অহনার সেই প্রক্তনের নামও জানালেন শামীম। গতকাল মঙ্গলবার শামীমের বিরুদ্ধে শুটিং সেটে মাদক সেবন এবং ধর্ষণের হুমকির অভিযোগ করেন অভিনেত্রী প্রিয়াংকা। ওইদিন এক সংবাদসম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন শামীম। সেখানেই নাম প্রকাশ করেন অহনার প্রাক্তনের।
তিনি বলেন, ‘অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সাথে (অহনা) সম্পর্ক টেকে নাই।’