আগামীকাল রিলিজ পাচ্ছে “চলো চলো ওগো সখি”

- আপডেট সময়ঃ ১০:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৮০ বার পড়া হয়েছে।

গীতিকবি সুহেল ইবনে ইসহাক এর আরেকটি ধামাইল গান ” চলো চলো ওগো সখি সুরমা নদীর তীরে” আসছে আগামী কাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৮ ঘটিকায় “Suhel Ishak Official” ইউটিউবে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন, বাংলাদেশের বর্তমান সময়ের শুদ্ধ সংগীত চর্চার পথিকৃৎ, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সংগীত শিল্পী,১৯৮১-৮২সালে লোকসঙ্গীতে “জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিয়তায়” চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী, ” ধামাইল দিবস” বাস্তবায়ন আন্দোলনের অগ্রপথিক লাভলী দেব । গানটিতে সুরারোপ করেছেন কণ্ঠশিল্পী লাভলী দেব। বাঁশিতে মামুন,দোতরা/ মেন্ডোলিনে আনন্দ শিকদার আর সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়।
গানটি সম্পর্কে প্রতিথযশা কণ্ঠশিল্পী লাভলী দেব বলেন, বৃহত্তর সিলেটের নদীর নাম সংযুক্তি এই গানটিকে অন্য একটি মাত্রায় নিয়ে যাবে। তিনি বলেন গানটিতে সুর ও কণ্ঠ দিয়ে তিনি ভীষণ ভালো লেগেছে ।
গানটির গীতিকার সুহেল ইবনে ইসহাক বলেন, বাংলাদেশের কৃষ্টি-কালচার ও ইতিহাস ঐতিহ্য নিয়ে সংগীত রচনায় তিনি কাজ করে চলেছেন। ফোক তথা গ্রামীণ জীবন নিয়ে গান রোকোনায় তিনি কাজ করে চলেছেন। “চলো চলো ওগো সখি ” শিরোনামের এই গানটি তিনি সিলেটের বুক দিয়ে বহমান নদীগুলোর কয়েকটির নাম সন্নিবেশিত করেছেন। সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট সহ হবিগঞ্জের আরো কয়েকটি মনোরম লোকেশনে গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। সুহেল ইবনে ইসহাক আশা প্রকাশ করেন শ্রোতা মহলে গানটি ভালো লাগবে।
“চলো চলো ওগো সখি” শিরোনামের এই গানটির ভিডিও পরিচালক : এডভোকেট মোস্তাক বাহার ,চিত্রগ্রাহক : সুমন দেবনাথ ও জোবায়েদ জুয়েল, ড্রোন: সুমন দেবনাথ, নাচ: টিম ‘ধামালি চুনারুঘাট’। মৌ, প্রীতি, দীপা, প্রিয়া, দীপ্তি, পিংকি ও পুজা। সহকারি পরিচালক : দিতি দাস,পরিচালনা সহকারি: উজ্জ্বল দেওয়ান ও লিমন।