বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে “দায়িত্বশীল তারবিয়া মজলিস” শনিবার (১৬ আগষ্ট) বিকেলে তালতালস্থ একটি হলরুমে মজলিসে আমেলা সদস্যদের নিয়ে যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইনের সভাপতিত্বে ও সিলেট মহানগর সভাপতি এন.এ সিদ্দিক, সিলেট জেলা জিম্মাদার শাখার সভাপতি মাওলানা ইকরামুল হক জুনাঈদের যৌথ সঞ্চালনায় তারবিয়া মজলিস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর, সুনামগঞ্জ-০৩ আসনের সাবেক এমপি জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জামেয়া মাদানিয়া কাজিরবাজার সিলেটের মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মাদ হুসাইন আওয়াল, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তানজিল হক, সিলেট মহানগর, সিলেট জেলা, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা শাখার দায়িত্বশীলদবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, আগামীর দেশ গড়ার অন্যতম কারিগর যুব সমাজ। সমাজ সভ্যতা এবং রাষ্ট্রের পরিবর্তন-পরিবর্ধন ভাঙা এবং গড়ার সবচেয়ে বড় কারিগর যুবসমাজ। তাই খেলাফতের সোনালী ইতিহাস যুব সমাজের কাছে হেকমতের মাধ্যমে পৌঁছে দিতে হবে। তিনি বিভাগীয় দায়িত্বশীলদের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দাওয়াতি কার্যক্রম আরো জোরদার করার আহবান জানান।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT