প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১:১৪ এ.এম
আছিয়ার মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়েন মাগুরার সাধারণ মানুষ
শিশু আছিয়ার মৃত্যুর খবর প্রচার হওয়ার পর শিশুটির গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামসহ সারা জেলার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মুহূর্তের মধ্যেই জেলা ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি সাধারণ ছাত্র-ছাত্রীরা শহরে বিক্ষোভ প্রদর্শন করেন।
তারা শহরের ভায়নার মোড়, জেলা প্রশাসকের কার্যালয় এবং চিফ জুডিশিয়াল আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে বিকাল ৪টার দিকে সাধারণ ছাত্রছাত্রীরা শিশুটির ধর্ষণে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবি নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ভায়নার মোড়ে অবরোধ করেন। বিকাল সাড়ে ৫টার দিকে সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে সেখানে পৌঁছলে ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকা থেকে শিশুটির মরদেহ মাগুরায় এসে পৌঁছায়। ইফতার শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় শহরের নোমানী ময়দানে। জানাজার পরও শহরের ভায়নার মোড়ে অবরোধ অব্যাহত থাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিশাল যানজটে পড়ে হাজার হাজার পরিবহণ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT