সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ১০:১৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৭৭ বার পড়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। আজ ২৫ ডিসেম্বর দেশে নেমে একাধিক কর্মসূচি আছে তার।

তার দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি। তবে কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে দলটি। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না বলেও জানানো হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ৩০০শ ফুট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি। সে কর্মসূচি শেষ করে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সেখান থেকে পরে গুলশানের বাসভবনে যাবেন।

জনদুর্ভোগ লাঘব করতে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানটি রাজধানীর কেন্দ্রে না করে একপাশে ৩০০ ফুট সড়কে করা হয়েছে। এই অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। রাজধানীর মূল সড়কে যেন যানজট সৃষ্টি না হয়, সেজন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যাবহার করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন