১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

আজ শ্যামা পূজা: অন্ধকার থেকে আলোর পথে দেবী কালী উপাসনা

বিয়ানীবাজার প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৭:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে।

বাংলাদেশসহ উপমহাদেশের হিন্দু সম্প্রদায় আজ গভীর শ্রদ্ধা ও ধর্মীয় মর্যাদায় উদযাপন করছে শ্যামা পূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত এই পূজায় ভক্তরা অশুভ শক্তির বিনাশ ও আলোর বিজয়ের প্রতীক দেবী কালীর আরাধনা করে থাকেন।

দেবী কালীকে হিন্দু ধর্মে ধ্বংস ও সৃষ্টির দেবী হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয়—তিনি অন্ধকার থেকে আলোর, মায়া থেকে মুক্তির এবং ভয় থেকে সাহসের পথে মানবজাতিকে নেতৃত্ব দেন।

শ্যামা পূজার সঙ্গে দীপাবলিরও গভীর সম্পর্ক রয়েছে। অমাবস্যার রাতকে আলোকিত করে ভক্তরা প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানায় দেবী কালীকে। দেশের বিভিন্ন মন্দির, আশ্রম ও ঘরে ঘরে চলছে পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্জ্বলন, আরতি ও ভক্তিগান।

সিলেটের বিয়ানীবাজারের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি লক্ষণীয়। মন্দির প্রাঙ্গণে চলছে আরতি ও প্রার্থনার আয়োজন। ভক্তরা দেবীর চরণে ফুল, বিল্বপত্র ও ফল নিবেদন করে শান্তি ও সমৃদ্ধি কামনা করছেন।

রাতভর চলবে পূজা ও হোমযজ্ঞ। আগামীকাল সকালে প্রসাদ বিতরণ ও ভক্তদের অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হবে এবারের শ্যামা পূজার আনুষ্ঠানিকতা।

বিয়ানীবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন বলেন,“এ বছর বিয়ানীবাজারে প্রায় ৪০টি পূজা মণ্ডপে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভক্তরা অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে পূজায় অংশ নিচ্ছেন।”

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজিব ভট্টাচার্য বলেন,“বিশ্বময় শান্তি ও মানবকল্যাণের প্রত্যাশায় মা কালী’র আরাধনা চলছে। দীপাবলির এই আলোয় আলোকিত হোক সমগ্র বিশ্ব।”

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন