২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হয় গাজা যুদ্ধ। এরপর থেকেই কঠিন সময় পার করছেন ফিলিস্তিনি নাগরিকরা। ইসরায়েলের হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে শিশু-নারীসহ সাধারণ নাগরিক। এমন অবস্থায় অনেক দেশ তীব্র নিন্দা জানালেও থামলে ইসরায়েল। সম্প্রতি গাজা সিটি দখলের লক্ষ্যে নতুন পরিকল্পনায় হামলা শুরু করেছে তারা।
যার ফলে ফিলিস্তিনিদের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। খাবার সংকটের কারণে মারা যাচ্ছে শিশুরা। এর মাঝেই ত্রাণ সংগ্রহ করার মাধ্যমকে হামলার লক্ষ্য বানিয়েছে ইসরায়েল। খাবার সংগ্রহ করতে গিয়ে প্রতিদিনই প্রাণ হারাতে হচ্ছে।
এমন অবস্থায় নিজের এই করুণ জীবন নিয়ে কথা বলেছেন ৫০ বছর বয়সি মোহাম্মদ মারুফ নামের এক ফিলিস্তিনি নাগরিক। তিনি বলেন, আমরা রাস্তায় পড়ে আছি। কী বলব? কুকুরের মতো? না, কুকুরের চেয়ে খারাপ অবস্থায় আছি আমরা’। তিনি জানান, ৯ সদস্যের পরিবার নিয়ে তারা আগেই উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন।
আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আবু ওয়ারদা আলজাজিরাকে বলেন, তিনি উত্তর গাজার জাবালিয়া ছেড়ে পশ্চিম গাজার দিকে যাচ্ছেন। তবে গন্তব্য ঠিক জানা নেই। তার ভাষ্য, অবস্থা এত ভয়াবহ ছিল যে, সেখান থেকে বেরোতে বাধ্য হয়েছি। এখানে তাঁবু খাটানোর জায়গা পেলেই ভাগ্য ভালো হবে। কোথাও নিরাপদ নয়, ইসরায়েলিরা সর্বত্র আক্রমণ চালাচ্ছে।
আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, গাজা নগরীজুড়ে হামলা আরও বাড়ছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টার সবই ধ্বংস হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনধারার ভিত্তি ভেঙে পড়ছে।
এসব ঘটছে যখন মানুষ দুর্ভিক্ষ, অনাহার আর পানিশূন্যতার মধ্যে রয়েছে। পুরো পরিস্থিতি মানবিক বিপর্যয়ে গড়াচ্ছে। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার অভিযানে কোনো বিরতি দিচ্ছে না।
গতকাল ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন। এ ছাড়া ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৩ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT