আম্পায়ার হিসেবে কাজ করতে চাই, রাজনীতিবিদদের সিলেটের ডিসি

- আপডেট সময়ঃ ১১:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে।

সিলেটের রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এ সময় তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি আমাকে ছুতে পারবে না। আগামী দুই বছর আপনাদের হয়ে থাকতে চাই। আম্পায়ার হিসেবে কাজ করতে চাই। সিলেটের যে কোনো সমস্যা আপনারা আমাকে খোলাখুলি বলবেন। চেষ্টা করব, আমার স্থান থেকে, সত্য-ন্যায়ের পক্ষে কাজ করার।
সোমবার এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ আগস্টের পর এই সিলেটকে আমরা আগলে রেখেছি। সিলেটের যে রাজনৈতিক সম্প্রীতি আছে, সেটি এখনও অক্ষুণ্ণ আছে। আমাদের সিলেটের অনেক সমস্যা রয়েছে। ফুটপাত দিয়ে হাঁটা যায় না, সুরমা নদী খনন নেই কয়েক যুগ ধরে, অপরাধ বেড়েছে, পর্যটন প্রকৃতি বিনষ্ট হচ্ছে। বিয়ানীবাজার চার লেন সড়ক প্রকল্প বাস্তবায়ন, সিলেট-ঢাকা মহাসড়কে ছয় লেনের কাজসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এ ছাড়া সাদাপাথর লুটে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সহক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশিক উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগরের সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির হাবিবুর রহমান, জেলার সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগরের আমির ফখরুল ইসলাম, জেলার নায়েবে আমির অধ্যাপক আবদুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি রিয়াজুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম জেলার সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান, মহানগরের প্রধান সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, এবি পার্টি সিলেট জেলার আহ্বায়ক নাজমুল ইসলাম প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় হয়। এতে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিভিল সার্জন নাসির উদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।