০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

আরেকটি ৭-০ গোলের জয় ঋতুপর্ণাদের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৮:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ৯২ বার পড়া হয়েছে।

বাহরাইন ও মায়ানমারের বিপক্ষে জয়ের পরই এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় কেবলই আনুষ্ঠানিকতার। তবে সেই আনুষ্ঠানিকতার ম্যাচটিও গোল উৎসব করে জিতেছেন ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুনরা।

মায়ানমারের ইয়াংগুনে শনিবার (৫ জুলাই) এএফসি উইমেন্স এশিয়ান কাপের ‘সি’ গ্রুপের ম্যাচটি ৭-০ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন ঋতুপর্ণা ও শামসুন্নাহার জুনিয়র। একটি করে গোল করেন তহুরা খাতুন, মনিকা চাকমা ও স্বপ্না রানী।

র‌্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। এরপর ৭৩ ধাপ এগিয়ে থাকা মায়নমারকে ২-১ গোলে হারায়। বাংলাদেশের ওই জয়ের দিনই তুর্কমেনিস্তান ও বাহরাইনের মধ্যকার ম্যাচ ড্র হয়। এতে এক ম্যাচ হাতে থাকতেই এশিয়া কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়ান কাপের ২১তম আসর বসবে। যেখানে প্রথমবার অংশ নেবে বাংলাদেশের মেয়েরা। এই এশিয়ান কাপের আসরটি আবার বিশ্বকাপ ও অলিম্পিকেরও বাছাই পর্ব। ১২ দলের আসরে সেরা আটে থাকতে পারলে অলিম্পিাকের সঙ্গে বিশ্বকাপের দুয়ারও খুলে যেতে পারে বাংলাদেশের মেয়েদের।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন