আলতাব আলী পার্কে ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র প্রতিবাদ সভা

- আপডেট সময়ঃ ০৩:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে।

বাংলাদেশে চলমান মব, ধর্ষণ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করার প্রতিবাদে লন্ডনের আলতাবআলী পার্কে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকালে অনুষ্ঠিত সভাটি আয়োজন করে যুক্তরাজ্য মানবাধিকার সংগঠন ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’।
সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল জাবের আহমদ রুম্মান ও যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দোজা আকাশের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগ নেতা জামাল খান, বাংলাদেশ আওয়ামী লীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি স্মরন, ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মো: আলী আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সোহাদা বেগম, সহ সভাপতি-কামরান আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, সহ সাধারণ সম্পাদক মো: ছাইদুল হক তৌকির, দীপক কুমার দাস, শামীম আহমেদ, মোঃ আলমগীর হুসাইন আব্দুল হামিদ, ইমতিয়াজ আহমদ, তুহিন আহমদ ও মো: সাইফুর রহমান, সুকুমার দাস প্রমুখ।