আলো ছড়ানোর পথে সিটি আদর্শ ফাউন্ডেশন

- আপডেট সময়ঃ ০৭:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে।

মানবতার আলো কখনো নিভে যায় না—আজ সেই আলোয় ভরে উঠেছিল সিটি মডেল স্কুল প্রাঙ্গণ। সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। রোগীদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে চোখের চশমা ও প্রয়োজনীয় ঔষধ। পাশাপাশি, ৮০ জনের অধিক ছানি রোগীর জন্য ফ্রি অপারেশনের বিশেষ ব্যবস্থা করা হয়, যা নতুন দৃষ্টি পাওয়ার আশ্বাস জাগায় তাদের হৃদয়ে। এই মহৎ আয়োজনের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। তাঁর নেতৃত্বে মানবতার পথচলা যেন আরও এক ধাপ এগিয়ে গেল।
শুধু পৃষ্ঠপোষকতাই নয়, এই আয়োজন সফল করতে যাদের নিবেদিত প্রাণ শ্রম অবিস্মরণীয়, তারা হলেন সিটি মডেল স্কুলের শিক্ষকবৃন্দ, সিটি মডেল স্কাউট দল এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সদস্যরা। সারাদিন তারা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা সেবার প্রতিটি ধাপকে সহজ ও প্রাণবন্ত করে তুলেছেন।
আয়োজকদের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন জানান, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন—ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আরও অনেক চোখ খুঁজে পায় আলো, আরও অনেক জীবন খুঁজে পায় স্বপ্ন দেখার দিশা।