০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ১১:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন, ‘আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র উদ্ধার করার চেষ্টা করি। একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’ তার অভিযোগ, ‘এদেশের কিছু মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দিতে চায় না।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট বারের শহিদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত জুলাই মার্চ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা (সব রাজনৈতিক দল) লড়াই করছি ক্ষমতায় যাওয়ার জন্য।’

জুলাই আন্দোলনে শহীদ হওয়া দুজনের পরিবারেরকথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘আজকে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম একজন শহীদের মা বললেন ৩১ জুলাই আমার দশম শ্রেণিতে পড়ুয়া সন্তান শহিদ হয়। এর কিছুদিন পর আমার স্বামী মারা যায়। এখন আমার আরেক সন্তান ক্যানসারে আক্রান্ত। আমার সংসার চলে কিভাবে?’

তিনি জানান, ‘আশুলিয়ায় শহিদ হওয়া পরিবারের একজন বলেন, আমার স্বামী জুলাই যুদ্ধে শহিদ হয়েছেন। ওই মহিলা সঙ্গে করে নিয়ে এসেছিলেন ১০ মাস বয়সের এক শিশুসন্তান। তিনি এসে আমাদের কাছে বললেন, আমার বাচ্চার খাবার কেনার টাকা নাই।’

এ দুটি ঘটনার বর্ণনা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, জুলাইয়ের মূল স্পিরিট থেকে আমরা বের হয়ে যাচ্ছি।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা সংস্কারের কথা বলেন, আমরাই তো সংস্কারের কথা প্রথম এনেছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের সাধারণ মানুষ চায় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন আরও দেরি করার চিন্তা করলে ড. মুহম্মদ ইউনূসের জন্য সুবিধা হবে না। আমরা বলব, সংস্কার-বিচার শেষ করে দ্রুত নির্বাচন দিন। আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চাইলে দেশ-বিদেশে ড. ইউনূসের সম্মান কমে যাবে।’

আইনজীবীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আইনজীবীরাই সামনের দিনে নেতৃত্বে আসবেন। মাঝখান দিয়ে জাতীয় নেতৃত্বে, জাতীয় সংসদে কিছু লোক ঢুকে গেছে। এখন আপনাদের মতো বিজ্ঞ আইনজীবীদের সুযোগ দেওয়া উচিত।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

এতে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মাদ তৌহিদুল ইসলাম, আইনজীবী নেতা মোহাম্মাদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করি: মির্জা ফখরুল

আপডেট সময়ঃ ১১:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন, ‘আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র উদ্ধার করার চেষ্টা করি। একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’ তার অভিযোগ, ‘এদেশের কিছু মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দিতে চায় না।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট বারের শহিদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত জুলাই মার্চ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা (সব রাজনৈতিক দল) লড়াই করছি ক্ষমতায় যাওয়ার জন্য।’

জুলাই আন্দোলনে শহীদ হওয়া দুজনের পরিবারেরকথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘আজকে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম একজন শহীদের মা বললেন ৩১ জুলাই আমার দশম শ্রেণিতে পড়ুয়া সন্তান শহিদ হয়। এর কিছুদিন পর আমার স্বামী মারা যায়। এখন আমার আরেক সন্তান ক্যানসারে আক্রান্ত। আমার সংসার চলে কিভাবে?’

তিনি জানান, ‘আশুলিয়ায় শহিদ হওয়া পরিবারের একজন বলেন, আমার স্বামী জুলাই যুদ্ধে শহিদ হয়েছেন। ওই মহিলা সঙ্গে করে নিয়ে এসেছিলেন ১০ মাস বয়সের এক শিশুসন্তান। তিনি এসে আমাদের কাছে বললেন, আমার বাচ্চার খাবার কেনার টাকা নাই।’

এ দুটি ঘটনার বর্ণনা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, জুলাইয়ের মূল স্পিরিট থেকে আমরা বের হয়ে যাচ্ছি।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা সংস্কারের কথা বলেন, আমরাই তো সংস্কারের কথা প্রথম এনেছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের সাধারণ মানুষ চায় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন আরও দেরি করার চিন্তা করলে ড. মুহম্মদ ইউনূসের জন্য সুবিধা হবে না। আমরা বলব, সংস্কার-বিচার শেষ করে দ্রুত নির্বাচন দিন। আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চাইলে দেশ-বিদেশে ড. ইউনূসের সম্মান কমে যাবে।’

আইনজীবীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আইনজীবীরাই সামনের দিনে নেতৃত্বে আসবেন। মাঝখান দিয়ে জাতীয় নেতৃত্বে, জাতীয় সংসদে কিছু লোক ঢুকে গেছে। এখন আপনাদের মতো বিজ্ঞ আইনজীবীদের সুযোগ দেওয়া উচিত।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

এতে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মাদ তৌহিদুল ইসলাম, আইনজীবী নেতা মোহাম্মাদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন