গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সম্প্রতি রাজধানীতে এক রাজনৈতিক কর্মসূচিতে নুরুল হক নুর হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ খবর পেয়ে খালেদা জিয়া তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেন।
শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে নুরুল হক নুরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি নুরের পাশে থেকে সাহস জোগান এবং বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও দোয়া পৌঁছে দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি নুরের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
শায়রুল কবির খান আরও বলেন, নুরের সুস্থতার জন্য খালেদা জিয়া আন্তরিকভাবে দোয়া করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নুরুল হক নুর খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।
দেশের রাজনৈতিক অঙ্গনে নুরুল হক নুর একজন তরুণ ও সাহসী নেতা হিসেবে পরিচিত। তার প্রতি বিএনপি চেয়ারপারসনের এই খোঁজখবর নেওয়া রাজনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এতে বোঝা যায়, বিরোধী রাজনৈতিক শক্তিগুলো গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একে অপরের পাশে দাঁড়াতে চায়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT