
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘিরে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা আয়োজন করেছে বিয়ানীবাজার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি। সৌহার্দ্য, কৃতজ্ঞতা ও স্মৃতিমাখা পরিবেশে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার উন্নয়নমুখী ভূমিকা ও মানবিক প্রশাসনিক নেতৃত্বের বিশেষভাবে আলোচনা করা হয় বিয়ানীবাজার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার কে বিদায়ী সম্বর্ধনা প্রদান।
উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি ও দুবাগ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুনিম, সাধারণ সম্পাদক কুড়ার বাজার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুল আলম সুমন জেলা আহবায়ক ও শেওলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, সহ সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিদায়ী ইউএনও তাঁর কর্মনিষ্ঠা, প্রশাসনিক দূরদর্শিতা ও মানুষের প্রতি আন্তরিকতায় বিয়ানীবাজারবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে সাধারণ মানুষের সমস্যার সমাধানে তাঁর সক্রিয় ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সুখসমৃদ্ধ জীবনের জন্য সকলেই শুভকামনা জানান।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225