ইমার্জিং এশিয়া কাপের দলে ডাক পাচ্ছেন জাওয়াদ আবরার
- আপডেট সময়ঃ ০২:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে।

বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেটাররাও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি পার করছে। জাতীয় দলের সিরিজ শেষ হলেও এনসিএলে চলছে চারদিনের প্রথম শ্রেণির ক্রিকেট। দিনদুয়েক পর আকবর আলির নেতৃত্বে হংকংয়ে সিক্সসাইড টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। চলতি মাসেই রয়েছে ইমার্জিং ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপ। যেখানে ডাক পেতে যাচ্ছেন জাওয়াদ আবরার।
এদিকে, রাজশাহীতে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলও ওয়ানডে সিরিজ খেলছে। এরপর আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ। যদিও এবার টুর্নামেন্টটির নাম বদলে ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’ করা হয়েছে। যেখানে বাংলাদেশ ‘এ’ দল খেলবে এ গ্রুপের দল শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং জাতীয় দলের সঙ্গে। আর বি গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ‘এ’ দলের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
বাংলাদেশ দলের হয়ে ইমার্জিং ক্রিকেটারদের এই টুর্নামেন্টে সাধারণত জাতীয় দলের বাইরে থাকা বা পাইপলাইনে ফর্মে থাকা খেলোয়াড়রা ডাক পান। তবে অ্যাটাকিং ওপেনার হওয়ায় জাওয়াদ আবরারকে টিম ম্যানেজমেন্ট দলে রাখছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। যদিও সবশেষ দুটি সিরিজে ব্যাট হাতে ছন্দে নেই আবরার। এ ছাড়া অভিজ্ঞ এবং নতুনদের মিশেলেই এশিয়া কাপ রাইজিং স্টারসের দল করা হচ্ছে বলে জানা গেছে। যদিও এখনও দল ঘোষণা করা হয়নি।আগামী ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্ট ৮ দল নিয়ে হবে। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলের খেলা হয়ে গেছে ইমার্জিং এশিয়া কাপ। লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে এবার হয়েছে রাইজিং স্টার্স।












