০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
									 
                     
                     
                    
                 
                                         সংবাদ শিরোনামঃ   
                                    
                            
                                ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে নি-হ-ত ৫০
 
																
								
							
                                
                              							  ডেস্ক নিউজ									
								
                                
                                - আপডেট সময়ঃ ১২:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ১৮৩ বার পড়া হয়েছে।

পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা-আইএনএ। বৃহস্পতিবার সকালে ওয়াসিত প্রদেশের গভর্নরকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
রয়টার্স স্বাধীনভাবে এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। গভর্নরের বরাত দিয়ে আইএনএ আরও জানায়, ‘আমরা ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা করেছি’।
                                 ট্যাগসঃ 
                                                            
                   
                        
                             
																			 
										



















