০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বিয়ানীবাজারে নিসচার দোয়া মাহফিল

প্রেসবিজ্ঞপ্তি:
  • আপডেট সময়ঃ ০৪:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ৮৮ বার পড়া হয়েছে।

 

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বিয়ানীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌর শহরের ম্যাট্রিক্স এডুকেশনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বিয়ানীবাজার নিসচা শাখা।

দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন আজির প্লাজা মসজিদের ইমাম হাফিজ শাহরিয়ার রহমান।

দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় আগামী ২২ অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস” উপলক্ষে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কমিটি নবায়ন ও একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

গঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক করা হয় শফিউর রহমানকে, সদস্য সচিব আবুল হাসান আল মামুনকে এবং যুগ্ম আহ্বায়ক কবির হোসেনকে।

এসময় উপস্থিত ছিলেন নিসচা বিয়ানীবাজার শাখার সহ-সভাপতি মাহবুবুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক শফিউর রহমান, যুগ্ম সম্পাদক আবুল হাসান আল মামুন, আইন বিষয়ক সম্পাদক কবির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মাসুদ আহমদ, যুব বিষয়ক সম্পাদক রফিউল কবির, সিনিয়র সদস্য কুদ্দুস আহমেদ, এবং সদস্য প্রদীপ দাস, রাফি আহমদ, সাকিব আহমেদ, রমজান আলী ও আমিনুল ইসলাম।

সভায় বক্তারা ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করে তাঁর সুস্থতা কামনা করেন এবং দেশের প্রতিটি নাগরিককে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন