ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিয়মিত মৃত্যুর খবর শোনা যাচ্ছে। ফিলিস্তিনে বাড়িঘর, হাসপাতাল, শরণার্থী শিবির কোনো কিছুই আর নিরাপদ নয় ইসরায়েলের হামলায়। মৃত্যুর মিছিলে এবার নাম লেখালেন এক ফুটবলার।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে মুহান্নাদ আল–লেলে নামে এক ফুটবলারের মৃত্যুর খরব নিশ্চিত করেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গাজার আল–মাঘাজি শরণার্থীশিবিরে নিজের বাসায় ইসরায়েলি বোমা হামলায় আহত হয়ে মারা যান মুহান্নাদ। ফিলিস্তিনি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হেনেছে। এই আঘাতে তাঁর (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়েছিল। তিনি মারা গেছেন মঙ্গলবার সকালে।’
মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৬–১৭ মৌসুমে ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির অধিনায়কও ছিলেন। মাঘাজি ছেড়ে এরপর শাবাব জাবালিয়াতে যোগ দেন মুহান্নাদ। এই ক্লাবের হয়ে তিনি দুই মৌসুম খেলেছেন। এদিকে ইসরায়েলি হামলায় একের পর এক ক্রীড়া স্থাপনা ধ্বংস হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, ‘ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ক্রীড়া স্থাপনার সংখ্যা এখন ২৬৫ নম্বরে পৌঁছেছে। এর মধ্যে ১৮৪ পুরোপুরি ধ্বংস। বাকি ৮১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ক্রীড়াক্ষেত্র কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ব্যাপারে তথ্য দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পিএফএ লিখেছে, ‘ফিলিস্তিনের খেলাধুলার ওপর ইসরায়েলি বর্বরতা চলছেই। খাদামাত আল-মাঘাজি ক্লামের খেলোয়াড় মুহান্নাদ আল লেলের মৃত্যু এর সবশেষ সংযোজন। ২০২৩-এর ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ক্রীড়া সংশ্লিষ্ট ৫৮৫ ব্যক্তি মারা গেছেন। যার মধ্যে ২৬৫ জনই ফুটবলার।’
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT