ইসলামপন্থীরা দেশ পরিচালনা করলে দুর্নীতি দু:শাসন থাকবে না: মাহমুদুল হাসান

- আপডেট সময়ঃ ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেওয়া এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশাল গণসমাবেশ সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং দরবস্ত ইউনিয়নের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা সেলিম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এল.এল.বি, প্রধান বক্তা সিলেট-০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি জননেতা মুফতী সাঈদ আহমদ, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদসিলেট মহানগর নেতা আলহাজ্ব, হাফিজ মাওলানা আস’আদ উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার সাবেক সভাপতি মাওলানা মুখতার আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা হারুন বিন মুফতি ইউসুফ, হাফিজ আব্দুর রশিদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা জাবির আহমদ, সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মাওঃ আব্দুল মালিক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা সভাপতি হাফিজ ইসহাক আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সহ-সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলান মুফতি আনোয়ার শাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, দেশকে দূর্নীতিমুক্ত করতে ইসলামি শাসন প্রয়োজন। তিনি বলেন, আজকের সমাজ থেকে এখনো ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হয়নি। ইসলামী আন্দোলন একটি সোনার বাংলাদেশ ও সুন্দর সমাজ তৈরি করতে চায়। যে বাংলাদেশে কোন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি থাকবে না। সুন্দর একটি সমাজ ও দেশ উপহার দিতে হলে ইসলামী শাসন ব্যবস্থা বিকল্প নেই। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে শাসকগোষ্ঠীদের মোহ ও উচ্চাভিলাসকে অগ্রাধিকার দিয়ে আইন প্রণয়ন করার কারণে দেশে কখনোই জনতার সরকার প্রতিষ্ঠিত হয়নি। সাধারণ খেটে খাওয়া মানুষ কর দিয়ে বারবার স্বৈরাচার ও দূর্নীবাজ সরকার পুষেছে, যারা দেশের জন্য কাজ করেনি। যার ফলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়নি, বৈদেশিক ঋণের বোঝা বেড়েছে, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এবং জালেম শাসকদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম হয়েছে। কিন্তু দেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে মানুষের কোন দুঃখ দুর্দশা আর থাকবে না। তিনি সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সাঈদ আহমদ এর হাতপাখার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান।