ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও কমিটি পুনর্গঠন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বড়লেখা মজলিস কার্যালয়ে আয়োজিত এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মাওলানা এম আবুল হাসান হাদীকে সভাপতি ও এনামুল হক (মেম্বার)-কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট বড়লেখা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হন শহীদুল ইসলাম শাহেদ, সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হুসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুখলিসুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক বুরহান উদ্দিন এবং নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মান্নান ফায়েক, মোঃ আব্দুল মুকিত ও মোঃ শফীক উল্লাহ।
সমাপনী অধিবেশনে নবনির্বাচিত সভাপতি এম আবুল হাসান হাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি সালমান হোসেন, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক ও সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, বড়লেখা পৌর সভাপতি মাওঃ লুৎফুর রহমান, উপজেলা সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদসহ ইসলামী যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225