উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে বিয়ানীবাজার পৌরশহরের অস্থায়ী কার্যালয়ে উত্তর বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটি গঠনতন্ত্র প্রণয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা ও ব্যবসার শৃংখলা ফিরিয়ে আনা, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ পরবর্তী আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
আহবায়ক কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক হাজী শাহাব উদ্দিন (মেসার্স নূর এন্ড সন্স), যুগ্ম আহবায়ক যথাক্রমে খলিলুর রহমান (খলিলুর রহমান এন্ড সন্স), মোহাম্মদ জাকির হোসেন (হোসেন ট্রাভেলস), এনাম উদ্দিন (সহ-সভাপতি, বিয়ানীবাজার চেম্বার অব কমার্স) ও সফরুল ইসলাম (নিউ পানসি রেষ্টুরেন্ট), সদস্য সচিব হাসান আহমদ (পিউরিয়া), যুগ্ম সদস্য সচিব সরওয়ার হোসেন (মেসার্স মুছব্বির ট্রেডার্স) এবং সদস্য সাইফুল ইসলাম কামাল (আল-মুজাদ্দিদ স্টোর), ফখরুল আলম (আলম স্টোর), আবুল হাসান (নও-বেলাল ফার্মেসী), মিলাদ মো. জয়নুল ইসলাম (সাধারণ সম্পাদক, প্রেসক্লাব), খালেদুজ্জামান (অহিদ ইকেট্রনিক্স), জুবায়ের আহমদ (জুবায়ের ইলেকট্রনিক্স), জাবিল আনোয়ার ইসলাম আমির (আই এ আই ইমিগ্রেশন কন্সালটেন্সি ট্রাভেল এন্ড টিকেট) ।
নতুন কমিটির নেতৃবৃন্দ তাদের কর্তব্যপালনে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT