বছর ঘুরে মুসলমানদের
আসে দু'টি ঈদ
আসার পরে কারো ঘরে
হয়না রাতে নিদ।
আমার কাছে পড়লো ধরা।
হয়নি দেখা ভুল।
পাশের বাড়ির নিরুর - মা , যে
পায়না খুজে কুল ।
নেই যে তাদের নতুন জামা ।
এই খুশির ঈদে ।
পায়নি খেতে ফিরনি - পায়েস
পেটে ভীষন খিদে ।
ক্ষুধার জ্বালায় ছেলে - মেয়ের
জ্বল নামিলো চুখে।
ঈদের দিনে কাদঁছে ওরা
পিতাহারা শোকে ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT