গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে জুলাই পদযাত্রা শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত এক সমাবেশে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। নেতাদের আগমনে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।
দুপুর ১টা ৩৫ মিনিটে সমাবেশ মঞ্চে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ওপর চড়াও হয়।
এর আগে সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা হয়। দুপুর ১২টার দিকে কংশুর এলাকা থেকে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে সেনাবাহিনী।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT