০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই

স্টাফ রিপোর্টার:
- আপডেট সময়ঃ ০৬:৪৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৭০ বার পড়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও জুলাইয়ে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান জাবুর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি সংগঠনের প্রধান সমন্বয়ক বরাবরে পদত্যাগপত্র দাখিল করেন। এ নিয়ে সিলেটে এনসিপি থেকে নয় জন পদত্যাগ করলেন।
জাবুর পদত্যাগপত্রে উল্লেখ করেন- তিনি এনসিপি সিলেট জেলার জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী। ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছেন না। তাই স্বপদে বহাল থাকা নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের মধ্যে পড়ে না। স্বেচ্ছায়, সজ্ঞানে অব্যাহতি ও পদত্যাগ করার কথা উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেসবুকে পোস্ট করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জাবুর আহমদ।

ট্যাগসঃ