২২৪ দিন পর খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক (শূন্য রানে আউট) খেয়েছিলেন বিরাট কোহলি। যা অজিদের মাটিতে ৩০ ওয়ানডের ক্যারিয়ারে ভারতীয় এই তারকার প্রথম কোনো ডাকের অভিজ্ঞতা। দ্বিতীয় ওয়ানডেতেও সেই বিব্রতকর অবস্থা কোহলির পিছু ছাড়েনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার পরপর দুই ওয়ানডেতে তিনি শূন্য রানে আউট হয়েছেন।
অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে অবস্থানে ভারত। সিরিজ বাঁচাতে তাই দ্বিতীয় ওয়ানডেতে আজ (বৃহস্পতিবার) অ্যাডিলেডে তাদের জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দ্রুত ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। দলীয় ১৭ রানে অধিনায়ক শুভমান গিলকে (৯) দিয়ে শুরু। তিনে নেমে কোহলি খেললেন স্রেফ ৪ বল, জাভিয়ের বার্টলেটের লেংথ বল খেলতে গিয়ে মিস করেছেন। তার পায়ে আঘাত করার পরপরই এলবিডব্লিউ দিয়েছেন আম্পায়ার। ১৭ রানেই ২ উইকেট শেষ ভারতের।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০৪টি ওয়ানডে খেলেছেন কোহলি, কিন্তু ফরম্যাটটিতে প্রথমবার পরপর দুই ম্যাচে তিনি শূন্য রানে ফিরলেন। এর আগে পার্থের অপ্টাস স্টেডিয়ামে ৮ বল খেলে কোনো রান করতে পারেননি সাবেক এই ভারতীয় অধিনায়ক। তারই ধারাবাহিকতা দেখা গেল অ্যাডিলেডেও। তবে আজ বাউন্সি ও পেস-সহায়ক উইকেট বুঝতে তিনি বেশি সময় পাননি। অথচ এর আগে অ্যাডিলেডে খেলা সর্বশেষ দুই ওয়ানডেতে (অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ সালে ১০৪ ও পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ১০৭) সেঞ্চুরি করেন কোহলি।এখন পর্যন্ত ৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি এদিক থেকে তৃতীয়। সামনে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও জাভাগাল শ্রীনাথ। শচীন ৪৬৩ ওয়ানডেতে ২০ এবং শ্রীনাথ ২২৯ ওয়ানডেতে ১৯ বার ডাক খেয়েছেন। এ ছাড়া কোহলির সমান ১৮ ওয়ানডেতে শূন্য রানে আউট হন অনিল কুম্বলে ও যুবরাজ সিং।ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার রেকর্ড অবশ্য শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সুরিয়ার দখলে। ১৯৮৯ থেকে ২০১১ পর্যন্ত গড়া ক্যারিয়ারে তিনি খেলেছেন ৪৪৫ ওয়ানডে, এর মধ্যে ৩৪ ম্যাচে তিনি রানের খাতা খুলতে পারেননি। তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ৩৯৮ ওয়ানডেতে তিনি শূন্য রানে আউট হন ৩০ বার।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225