ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) বিয়ানীবাজারের মসজিদে মসজিদে জুমার নামাজের মোনাজাতে বিশেষ দোয়া করা হয়েছে।
জুমার নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর কাছে ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন খতিব ও ইমামরা। একই সঙ্গে আল্লাহ যাতে তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন- মোনাজাতে এই দোয়া করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি।
এদিকে হাদির মৃত্যুতে দেশের অন্যান্য এলাকার মত বিয়ানীবাজারেও শোকাবহ আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাদির বীরত্বগাঁথা নানা বিষয় তুলে ধরছেন শোকাহত মানুষ।
তবে সম্প্রীতির এই জনপদে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ, বিএনপি এবং জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সতর্ক দৃষ্টি রাখছেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, সরকারি নির্দেশনা মোতাবেক শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনায় স্থানীয় মসজিদগুলোতে দোয়া করা হয়েছে। তিনি উপজেলাবাসীকে ধৈর্য্য ধারনের আহবান জানান।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, এই সংকটময় মুহূর্তে আমরা প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাই—সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225