ভোলার লালমোহন উপজেলা গজারিয়া পশ্চিম চর চর উমেশ পাঙ্গাসিয়া ৫ নং ওয়ার্ড চৌকিদার বাড়ির জামে মসজিদের জায়গায় জোরপূর্বক মাদ্রাসা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জান যায় দীর্ঘ ৬০ থেকে ৫৫ বছর আগে শ্রীকান্তর মিয়া দেওয়ান এই সম্পত্তি মসজিদ দান করেন। আর এই মসজিদ থেকে কেন্দ্র করে দীর্ঘ এক বছর ধরে মালেক দেওয়ানের ছেলে ইকবাল জোরপূর্বক এ মাদ্রাসার নির্মাণ করেন। এ নিয়ে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জানা যায় তারা বলেন এই সম্পত্তি মসজিদে মুক্ত ইকবাল জোরপূর্বক এখানে মাদ্রাসা নির্মাণ করেছেন তাছাড়া তার মাদ্রাসা মাদ্রাসাটি মধ্য পশ্চিম চর উমেশ ইত্যাদিয়া মাদ্রাসা । ইকবাল এখানে মাদ্রাসাটির নির্মাণ করেছেন সেটা হল পাঙ্গাসিয়া ৫ নং ওয়ার্ড। এদিকে গণ্যমান্য ব্যক্তিরা বলেন এটা মসজিদ মক্তবের জায়গা এখানে জোড়পূর্বক ইকবাল মাদ্রাসা নির্মাণ করেছে। যেখানে দীর্ঘ বহু বছর মসজিদ এতিমখানা এবং পুস্কনি ঘাটলা ছিল এখনো আছে । তাছাড়া ইকবাল মাদ্রাসার সাইনবোর্ডে যে নামটা দিয়েছেন সে নাম অনুযায়ী এখানে এই মাদ্রাসার জায়গা নেই তার নাম অনুযায়ী পশ্চিম চর উমৈদ সেটা হল ৮ নং ওয়ার্ড। আর এটা হল পাঙ্গাসিয়া ৫ নং ওয়ার্ড।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225