ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ বলছেন, অন্তর্ববতীকালীন সরকারের কমিটমেন্ট ছিল আগামী জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কারের কাজ শেষ করা। জুলাই গণহত্যার বিচার এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন, সরকার এর কেন একটিরও সমাধান না করে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোন আলোচনা না করেই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন তা দেশবাসী কখনোই মেনে নেবে না। দেশবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান আদায় করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত কিন্তু নির্বাচনের পূর্বে সংবিধানে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে। দৃশ্যমান গণহত্যার বিচার করতে হবে এবং পি আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এতে যদি কোন সংশয় থাকে তাহলে গণ ভোটের ব্যবস্থা করুন। জনগণের মতামতকে আমরা মেনে নেব। পিআর পদ্ধতির নির্বাচন হলে ফ্যাসিস্ট তৈরি হবে না। ভোটকেন্দ্র দখল হবেনা। পেশি শক্তি ও অস্ত্রের ব্যবহার হবে না। দেশের কারো ভোট নষ্ট হবে না। প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আবার নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলাদেশের মানুষ আর কাউকে ফ্যাসিবাদ হতে দেবে না।
পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ জুমুয়া সিলেট নগরীর কোড পয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশের তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সিনিয়র সহ সভাপতি সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা আমির উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক মহানগর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম শামীম, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি হযরত মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক হযরত মাওলানা বদরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মোহাম্মদ আলবাবুল হক চৌধুরী, মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু প্রমুখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT