০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কবে বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ৫৮ বার পড়া হয়েছে।

ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং তার প্রেমিক সুমিত অরোরার সম্পর্ক নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। সুমিতের সঙ্গে ঋতাভরীর প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের বিয়ের তারিখ নিয়ে অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। যদিও অভিনেত্রী বরাবরই এই বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন। সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি যেন একটি ইঙ্গিত দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অনুরাগী ঋতাভরীকে প্রশ্ন করেছিলেন, ‘কখন বিয়ে করছেন?’ এর উত্তরে ঋতাভরী মজা করে বলেন, ‘আটটা বেজে পাঁচ মিনিটে।’ এই উত্তর পাওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি সত্যিই এই সময়টিতেই শুভ কাজটি সারতে চলেছেন ঋতাভরী? নাকি এটি শুধুমাত্র একটি রসিকতা ছিল? কয়েক মাস আগেই প্রেমিক সুমিত অরোরার সঙ্গে আংটি বদল সেরেছেন ঋতাভরী। এই খবর অবশ্য তিনি গোপন রেখেছিলেন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই এই ঘরোয়া অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এরপর থেকেই তাদের একসঙ্গে মুম্বাই ও কলকাতায় দেখা যাচ্ছে। ঋতাভরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমিতের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। এই সম্পর্ক নিয়ে যে তিনি বেশ খুশি, তা তার পোস্টগুলো দেখলেই বোঝা যায়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন