১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

কমলগঞ্জে গ্রীন টিপ ভাইপার সাপের কামড়ে মাধবী মির্ধা নামে এক চা শ্রমিক আহত

হিফজু রহমান তুহিন কমলগঞ্জ প্রনিনিধি
  • আপডেট সময়ঃ ১২:৪৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিষধর গ্রিন পিট ভাইপার সাপের কামড়ে মাধবী মির্ধা (২৫) নামে এক নারী চা শ্রমিক চা-পতা তুলতে গিয়ে আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার ফুলবাড়ি চা বাগানে।

সহকর্মীরা দ্রুত তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রায় এক ঘণ্টা বসিয়ে রাখার পর অ্যান্টি ভেনম না দিয়েই মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।স্বজনদের অভিযোগ, হাসপাতালে অ্যান্টি ভেনম থাকা সত্ত্বেও তা প্রয়োগ করা হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, “হাসপাতালে অ্যান্টি ভেনম রয়েছে, তবে চিকিৎসা প্রক্রিয়া কিছুটা জটিল হওয়ায় সময় লাগে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য