মৌলভীবাজারের কমলগঞ্জে ডাক্তারের অবহেলায় আড়াই মাসের নবজাতক শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ডাক্তারকে অপসারনের দাবিতে বাগান শ্রমিকরা কাজ বন্ধ করে আলীনগর বাগান অফিসের সামনে বিক্ষোভ করছে।
এলাকাবাসী জানান, গতকাল বুধবার(১৭ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নবজাতক শিশুর স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত তাকে ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বাগানের যুবনেতা সজল কৈরী জানান, এর আগে দিনে শিশুটির অবস্থা খারাপ থাকায় চা বাগানের ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সুকন্যা প্রীতিউষা কিছু ঔষধ লিখে দিয়ে খাওযাতে বলেন। মা ও বাবা উন্নত চিকিৎসার জন্য ডানকান বাগানের হাসপাতাল ক্যামেলিয়ায় নিতে চাইলে তিনি নিতে দেননি বা রেফার্ড করেননি। বিষয়টি জানাজানি হলে সকালে বাগানের সকল শ্রমিক মিলিত হয়ে কাজ বন্ধ করে বাগানের অফিসের সামনে ডাক্তারের অপসারনের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
মৃত শিশুটি আলীনগর বাগানের ৩নং দেওয়াল টিলার সুকুমার নায়েক ও বতি নায়েকের সন্তান।
এবিষয়ে বাগানের স্বাস্থ্যসেবাকর্মী ও ইউপি সদস্য গৌরানি কৈরী জানান, দিনে বাগানের হাসপাতালে নিয়ে আসলে শিশুটির অবস্থা খারাপই ছিল, কিন্তু ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানি। পরে রাতে তাকে পরিবারের পক্ষ থেকে ফোন দিলে তিনি দ্রুত ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে যাবার কথা বলেন। সেখানে গেলে শিশুটি কে মৃত ঘোষণা করে।
বাগানের শ্রমিকরা দ্রুত ডাক্তারের অপসারন দাবী করেন। এসময় শ্রমিকরা তিনটি দাবী উত্থাপন করেন বাগান কর্তৃপক্ষের কাছে, দাবীগুলো হলো, অচিরেই অভিযক্তু ডাক্তারকে বাগান থেকে অপসারন, তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন ও শিশু মৃত্যুর ক্ষতিপুরন। এদাবীগুলো বাস্তবায়নের নিমিত্তে বাগান ম্যানেজার এ জে এম রফিকুল আলমের আশ্বাসের ভিত্তিতে ৬ ঘন্টাপর আন্দোলন স্থগিত ঘোষণা করেন নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225