গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন গণভোট সফল করার লক্ষ্যে প্রচার-প্রচারণার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় নবাগত ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের অন্যতম সহযোগী।
কমলগঞ্জ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং সরকারি সেবার মান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা অপরিহার্য।"
সভায় আসন্ন গণভোট নিয়ে বিশেষ আলোচনা করা হয়। ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, গণভোটের গুরুত্ব এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সাধারণ মানুষ যেন সঠিক তথ্য পায় এবং ভোট প্রদানে উৎসাহিত হয়, সে বিষয়ে ব্যাপক প্রচারণার জন্য তিনি সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সিনিয়র সহসভাপতি পিন্টু দেবনাথ, সহ সভাপতি মুক্তাদির আহমদ, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, সালাহউদ্দিন শুভ প্রমুখ।
মতবিনিময় সভায় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের সংবাদকর্মীরা উপজেলার যানজট নিরসন, পর্যটন উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সাংবাদিকরা নবাগত ইউএনও-কে সব ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনিক কাজে সহায়তার আশ্বাস দেন। এসময় মতবিনিময় সভায় কমলগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225