কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মহারাসলীলা শুরু
- আপডেট সময়ঃ ০৭:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে।

রাখাল নৃত্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। এবছর মাধবপুর জোড়া মণ্ডপে ১৮৩তম মহারাস উৎসব এবং আদমপুরে ৪০তম রাস উৎসব হচ্ছে।
আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উন্মুক্ত মঞ্চে শুরু হয় মহারাসলীলা। এর আগে মূল মণ্ডপে গোষ্ঠলীলা নৃত্যের মধ্য দিয়ে রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
কলাগাছের তৈরি বিশেষ মঞ্চে নৃত্য চলাকালে ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবারও ভক্তরা কুড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসবের রাস নৃত্য। এ উপলক্ষে রাতে লাখো মানুষের মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর জোড়ামণ্ডপ আর আদমপুরের সানাঠাকুর মণ্ডপ এলাকা—এমন প্রত্যাশা আয়োজকদের। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ, এ মণ্ডপেই রাতে হবে রাস নৃত্য।
এদিকে, রাস উপলক্ষে আজ সকাল থেকেই জড়ো হতে থাকেন দর্শনার্থী। আশপাশের এলাকার দর্শনার্থী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে।
সবার উদ্দেশ্য মণিপুরী সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা। সময়ে সময়ে মানুষের সমাগম বাড়তে থাকে। বিভিন্ন বয়সের নানা শ্রেণি পেশার মানুষের সমাগমে যখন কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ, তখন রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় মণিপুরী সম্প্রদায়ের রাসোৎসব।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ দেশ বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সব প্রস্তুত। উৎসব দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন।
আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফলভাবে সমাপ্ত হবে। এ উপলক্ষে উভয় স্থানে বসেছে বিশাল মেলা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জের ইউএনও মাখন চন্দ্র সুত্রধর।













