১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

কমলগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শাওন ও সম্পাদক আলম বিজয়ী

হিফজুর রহমান তুহিন কমলগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০২:০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে।

কমলগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত, সভাপতি শাওন–সম্পাদক আলম

মৌলভীবাজার কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সম্পন্ন।
আজ শনিবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে আসহাবুজ্জামান শাওন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এম এ ওয়াহিদ রুলু পেয়েছেন ৮ ভোট। এদিকে, সাধারণ সম্পাদক পদে আহমেদুজ্জামান আলম ২৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই ইদ্রিছি পেয়েছেন ৪ ভোট।
এছাড়া, সহ-সভাপতি পদে পিন্টু দেবনাথ ১৮ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুক্তাদির ১৩ ভোট ও সালাহউদ্দিন শুভ ১১ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহাদ মিয়া ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পারভেজ আহমেদ ১৬ এবং মোনায়েম খাঁন ১০ ভোট পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর হোসেন ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রাজু দত্ত ৭ ভোট পেয়েছেন। কার্যকরী নির্বাহী সদস্য পদে প্রণীত রঞ্জন দেবনাথ ২৪ ভোট, বিশ্বজিৎ রায় ২২ ভোট, মোস্তাফিজুর রহমান ২২ ভোট এবং সাব্বির এলাহী ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, অর্থ ও দপ্তর সম্পাদক পদে রুহুল ইসলাম হৃদয় এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ বলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য