মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের আগের রাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন বরের অন্তঃসত্ত্বা ভাব আয়েশা বেগম (৪০)। গর্ভে থাকা নয় মাসের শিশুটিও মারা যায়। মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম আরব আমিরাত প্রবাসী লাল মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী। বুধবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাঁর চতুর্থ সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী আনসার মিয়ার বিয়ের অনুষ্ঠান ঘিরে বাড়িতে ছিল উৎসবমুখর পরিবেশ। রাত প্রায় ৩টার দিকে অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্টে আক্রান্ত হন আয়েশা বেগম। কিছুক্ষণ পর তাঁর হার্ট অ্যাটাক হয়। দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা ও গর্ভস্থ শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিয়ের সব আয়োজন স্থগিত করা হয়। সাজসজ্জায় ভরা বিয়েবাড়ি মুহূর্তেই কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে। স্বামী লাল মিয়া প্রবাস থেকে দেশে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার।
স্থানীয় বাসিন্দা ফটিকুল ইসলাম রাজু বলেন, ‘একটি আনন্দঘন বিয়ে এমন শোকে পরিণত হবে, ভাবতেই কষ্ট হচ্ছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225