
মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান, আহমেদুজ্জামান আলম, আসহাবুজ্জামান শাওন, আব্দুল বাছিত খান, আর কে সোমেন, হিফজুর রহমান তুহিন, পারভেজ আহমদ, মো. মোনায়েম খান প্রমুখ।
সাধারণ সভা শেষে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ।
সর্ব সম্মতিক্রমে নির্মল এস পলাশকে (দৈনিক তৃতীয় মাত্রা) সভাপতি, মো. আব্দুল বাছিত খানকে (দৈনিক খবরপত্র) সহ-সভাপতি, মো. মোনায়েম খানকে (দ্য এশিয়ান এইজ) সাধারণ সম্পাদক, হিফজুর রহমান তুহিনকে (দৈনিক তরুন কন্ঠ) সহ সাধারণ সম্পাদক, আরকে সোমেনকে (ব্রজ্জ্বধ্বনি) অর্থ ও দপ্তর সম্পাদক, জায়েদ আহমদকে (দৈনিক সংবাদ সারাবেলা) প্রচার ও প্রকাশনা সম্পাদক, শায়েখ আহমেদকে (দৈনিক ঘোষণা) তথ্য ও গবেষণা সম্পাদক, সাইদুল ইসলাম কে (দৈনিক ঢাকা প্রতিনিধি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাজু দত্তকে দৈনিক কালবেলা) সদস্য, এলিসন সুঙকে (দৈনিক বাংলা টাইমস) সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি গঠন করা হয়।
উল্লেখ্য, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ প্রেসক্লাবের সহসভাপতি, যুগ্ম সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আহমদ প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক ও সদস্য আসহাবুজ্জামান শাওন প্রেসক্লাব এর সভাপতি নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225