প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:৫৬ পি.এম
কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ওমর ফারুক সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজারের ওষুধ ব্যবসায়ী ডাক্তার আব্দুর রহিমের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা ওমর ফারুক সাগর ২০১০ সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়ে উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। পরে একই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক থাকাকালীন ২০১৫ সালের পর থেকে আওয়ামী লীগের রাজনীতি থেকে অনেকটা অবসরে চলে যান।
রাজনৈতিক প্রতিহিংসামুক্ত ও জনপ্রিয়তা থাকায় ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি নির্বাচিত হন।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণ বিরত থেকে অবসর সময় পার করে আসছেন ওমর ফারুক সাগর।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর সদর থানার নির্দেশনা পেয়ে কমলনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। নিয়মানুযায়ী সদর থানায় তাকে হস্তান্তর করা হবে।
মামলার বক্তব্য জানতে লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মুন্নাফকে একাধিকবার মোবাইল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT