কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিন দিন আংশিক ট্রাফিক ডাইভারশন থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলের ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউব বন্ধ থাকবে। এ সময়ে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালু রাখা হবে অপর টিউব দিয়ে (আনোয়ারা থেকে পতেঙ্গা টিউব)।
রক্ষণাবেক্ষণ কাজের মধ্যে থাকবে জেট ফ্যান পরিষ্কার/রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিং। এ সময় টানেলের উভয় প্রান্তে যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট অপেক্ষা করতে হতে পারে।
সেতু কর্তৃপক্ষ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজে সহযোগিতা কামনা করেছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT