কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে মেয়র পিতা ও কাউন্সিলর কন্যাকে সংবর্ধনা

- আপডেট সময়ঃ ১২:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৬ বার পড়া হয়েছে।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা-খাসার কৃতি সন্তান কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের ওয়ারিংটন বারা কাউন্সিলের লেবার মেয়র ও তাঁর কন্যা সলিসিটর লিয়া হোসেন একই বারার লেবার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে রবিবার ( ২৭ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে লন্ডনে সফররত ৮০’র দশকের বিয়ানীবাজার সরকারি কলেজের বিশিষ্ট ছাত্রনেতা, কানাডা প্রবাসী কবি ও লেখক আব্দুল হাসিবকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যদিও অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রহিম উদ্দিন।
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ ও কোষাধ্যক্ষ আকতার হোসেন খান। সংবর্ধনা ও নৈশভোজে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।